এম.সি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোহনার বর্ণমালার মিছিল
বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ঐতিহ্যবাহী এমসি কলেজে বর্ণমালার মিছিল করেছে কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’। এম. সি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্ণমালার মিছিলটি কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রথমবারের মত কলেজে বর্ণমালার মিছিল আয়োজন করায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী এবং কলেজের শিক্ষকমন্ডলী মোহনার সদস্যবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
অন্যান্যের মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন, মোহনার উপদেষ্ঠা ও পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইয়াজদানী চৌধুরী, মোহনার সভাপতি ওলিউর রহমান সামী, সাধারণ সম্পাদক শামসুদ্দিন শাম্স ও সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন মিছিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহনার সাবেক সভাপতি দক্ষিণ সুরমা কলেজের বাংলা বিভাগের প্রভাষক খালেদ মাসুদ, মোহনার আজীবন সদস্য মো. নাসির উদ্দিন, সাবেক সিনিয়র সদস্য নন্দ দুলাল বাপ্পী, সিনিয়র সদস্য শংকর দেবনাথ, নাসিমা আক্তার, তমালিকা তালুকদার, সহ সভাপতি আব্দুল আলীম জুয়েল, উজ্জ্বল আলম, সহ সাধারণ সম্পাদক লিংকন দাস, মুন্না রানী দে, সহ সাংগঠনিক সম্পাদক আহনাফ আবির, অর্থ সম্পাদক মো. আজাদ মিয়া, সহ অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাশীষ চক্রবর্তী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিকা রানী দাস, প্রচার সম্পাদক খালেদ দিনার, সহ প্রচার সম্পাদক এমদাদ আহমদ তুষার, সহ দপ্তর সম্পাদক, তপু ঘোষ, সাহিত্য বিষয়ক সম্পাদক কনকলতা দেব নাথ, সহ মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম শিমু, সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন, তামান্না বেগম, আমিন উদ্দিন, মেহদী সুজন, সুজন, রিংকি ঘোষ, স্বর্ণালী, মৌসুমী, নিহা মেহরিন রিমা, সোহান, আকাশ, বৃষ্টি রাজ, মাহবুবা, টিপু, আলম, আকরাম, অপু, শাহীন, মোশারফ, জয়শ্রী, দেবশ্রী, বিথী, তানভীর, পল্লবী প্রমুখ।
বর্ণমালার মিছিলটি অংকনে ছিলেন মোহনার একনিষ্ঠ সদস্য শরিফুল ইসলাম শরিফ ও মো. লিটন।