মদিনা মার্কেটে ডাকাতি : ৮ লাখ টাকার মালামাল লুট
ডেস্ক রিপোর্টঃ নগরীতে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মঙ্গলবার রাতে (সোমবার দিনগত) নগরীর মদিনা মার্কেট এলাকর হাওলদারপাড়াস্থ ৪৮ নং বাসায় পরিবারের সবাইকে বেঁধে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বাসার মালিক কালিবাড়ি সিটি মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরীর জানান, মুখোশধারী ডাকাতদলের সদস্যরা বাসার গেইটের তালা এবং ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে এক কক্ষে জড়ো করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। পরে চাবি নিয়ে আলমিরা খুলে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৮টি মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। চলে যাওয়ার সময় ডাকাতরা ফের ঘরের গেইটে তালা লাগিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ওসি (তদন্ত) শ্যামল দত্ত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে।