বাহুবলে একদিনে চার শিশু নিখোঁজ

nikhujডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের বাহুবলে এক গ্রামের চার শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিশুরা নিখোঁজ হওয়ার পর শনিবার বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৫১৬) করা হয়েছে।
নিখোঁজ শিশুরা হলো-বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় সুন্দ্রটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদরাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলাধূলা করতে যায় ওই শিশুরা। সন্ধ্যার পরও তারা নিজ নিজ বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়।
পরে শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের সন্ধান মেলেনি।
একযোগে চার শিশুকে হারিয়ে পরিবারগুলোতে চলছে কান্নার রোল। এলাকার অভিভাবক মহলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। শিশুদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।