কোল থেকে নামো, তোমার ভাই দেখলে সর্বনাশ হবে
বিনোদন ডেস্ক: ভাবি বারবার বলে যাচ্ছেন, কোল থেকে নেমে যাও, তোমার ভাই দেখলে সর্বনাশ হয়ে যাবে।’ কিন্তু দেবর ভাবির কোল ছেড়ে নামতেই নারাজ। ভাবি হাঁটাহাঁটি করছিলেন বাগানে এইসময় হাফ প্যান্ট ও স্যান্ডেল পরা সাইমন দৌঁড়ে এসে ভাবির কোলে চড়ে বসেন। ছবির নাম ‘মায়াবিনী।’ রবিবার সন্ধ্যায় শুটিং চলছিল এফডিসিতে। নায়ক সাইমন। দৃশ্যটা এইরকম। এই দৃশ্যটা কেন? জানা গেল সাইমন ‘মায়াবিনী’ ছবিতে ডার্কনেস ফোবিয়ায় আক্রান্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন, যে কি না দিনের আলো নিভে গেলেও ভয়ে অস্থির হয়ে যান। কাছেপিঠে কাউকে কাছে পেলেই তাঁর কোলে চড়ে বসেন।