৩৬ দিন পর জীবিত উদ্ধার ৪ শ্রমিক
ডেস্ক রিপোর্টঃ টানা ৩৬ দিন খনিতে আটকে থাকার পর উদ্ধার হলেন চীনের চার শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই চারজনকে উদ্ধার করা হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের একটি জিপসাম খনিতে গত ২৫শে ডিসেম্বর থেকে আটকা পড়েছিলেন ওই চার শ্রমিক। তারা একটি গুহায় ছিলেন। সেখান থেকে বিশেষ উদ্ধারযন্ত্র দিয়ে উপরে উঠানো হয় তাদের। এ নিয়ে খনি দুর্ঘটনার শিকার ২৯ জনের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হলো। ধসের শিকার হয়ে একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আরও ১৩ জন এখনও নিখোঁজ আছেন। ডিসেম্বরে খনি ধসের পর থেকে চীনের চার শতাধিক লোক শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। তারা নিয়মিতই আটকেপড়া শ্রমিকদের খাদ্যসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছেন।
উদ্ধারকারীদের সেই তৎপরতায় শুক্রবার মাটির ২০০ মিটার গভীর থেকে চারজনকে উপরে তোলা হয়। এ সময় শ্রমিকরা উদ্ধারকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।