ভ্রাম্যমান আদালতের অভিযান বিশ্বনাথে জরিমান আদায়
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ফার্মেসী ও মোটরসাইকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নকিখালিবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নকিখালিবাজারে সজিব এন্ড রাসেল ফার্মেসীতে ৭ হাজার টাকা ও একটি মোটরসাইকেলে ১৫শত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকার। ইউএনও বলেন, বিপুল সংখ্যক মেয়াদ উর্ত্তীণ ওষুধ ওই ফার্মেসীতে পাওয়া যায়। ফলে ওই ফার্মেসীতে ৭ হাজার টাকা ও একটি মোটরসাইকেলে ১৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।