“৩ র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে”
সুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তরা নজরদারিতে আছেন, যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
হাই কোর্টের আদেশ পুলিশ সদরদপ্তরে পৌঁছার পর সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অবসরে পাঠানো র্যাবের তিন কর্মকর্তাকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে। তাঁরা নজরদারিতে আছেন, শিগগিরই গ্রেপ্তার হবেন। বিকেলে সচিবালয়ে জঙ্গিবাদ বিষয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
ওই তিন কর্মকর্তা হলেন, র্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা। তাদের মধ্যে তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়েজামাই।