নগরীর আখালিয়া বিজিবির মাঠে অবৈধ লটারী নামে জমজমাট ব্যবসা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর আখালিয়া বিজিবির মাঠে সিলেট তাঁত বস্ত্র ও শিল্প মেলায় অবৈধ ২০টাকার লটার নামে প্রতিদিন দিনমজুর ও সাধারণ জণগণের আয় রোজ কারে টাকাকে হাতিয়ে নেওয়া হচ্ছে লটারী নামে সিলেট তাঁত বস্ত্র ও শিল্প মেলা আয়োজন কমিটিরা । সিলেট নগরীজুড়ে চললচ্ছে অবৈধ লটারী টিকেট বিক্রয় গাড়ী এতে নগরীতে যানজটের সংক্ষা বাড়চ্ছে । এতে জনগণ সাধারণে চলা চলে বিঘন্ন ঘটচ্ছে। এলাকাবাসী সূত্রে অভিযোগ উঠেছে যে এক জন রিক্স্রসা চালক আমির মিয়া চালক এর স্ত্রী ফাতেমা বেগম বলেন আমার স্বামী প্রতিদিন রিক্স্রসা চালিয়ে সংসারের চাল-ডাল নিয়ে বাসায় আসতে কিন্তুক এখান চাল-ড়ালে বধলা তিনি লটারী টিকেট হাতে নিয়ে আসেন এব্যাপারে স্বামী কাছে স্ত্রী জানতে চাইলে স্বামী স্ত্রীকে ঝড়গরায় লিপ্ত হয় । রিক্স্রসা চালক আমির মিয়া বলেন যদি লটারীতে এক টমটম রিক্স্রসা ভেজেযায় তাহলে আমাদের সংসরারে আয় বেড়ে যাবে। এরি আশায় প্রতিদিন তিনি ১০ থেকে ১৫টি লটারী ক্রয় করেন বলে জানিয়েছেন ফাতেমা বেগম । এভাবে সিলেট নগরীতে প্রতিদিন নিদমজুর মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আর সাধারণ ফেমেলিতে দিনদিন বেরে চলছে ঝগড়া এবং এলাকায় প্রতিদিন ঘঠেযাচ্ছে চুরি ছিনতাইয়ে ঘটনা ।
সিলেট জেলা প্রশাসক জানান জানান তাঁত বস্ত্র ও শিল্প মেলার অনুমুতি দেওয়া হয়েছে কিন্তু লটারী অনুমুতি দেওয়া হয়নী। পুলিশকমিশনার জানান জানান তাঁত বস্ত্র ও শিল্প মেলার অনুমুতি দেওয়া হয়েছে কিন্তু লটারী অনুমুতি দেওয়া হয়নী তবে এব্যাপারে আমরা দেখবো। এব্যাপারে জালালাবাদ থানা ওসি গৌছুল আলমের সাথে কথা বলে তিনি জানান আখালিয়া বিজিবির মাঠে সিলেট তাঁত বস্ত্র ও শিল্প মেলা চলচ্ছে এব্যাপাওে আমি কিছু বলতে পারবোনা।