জুড়ীতে মায়া হরিণ আটক

1ডেক্স রিপোর্ট :মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে ২৫ এপ্রিল সোমবার চা-শ্রমিকদের হাতে এক পুরুষ মায়া হরিণ আটক হয়েছে।

সাগরনাল চা-বাগান ব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান সোমবার সকালে চা-শ্রমিকরা বাগানের ১৩ নং সেকশনে কাজ করাকালে মায়া হরিনটি লোকালয়ে চলে এলে শ্রমিকদের নজরে পড়ে। পরে শ্রমিকরা হরিনকে ঘেরাও দিয়ে আটক করে ম্যানেজার বাংলোয় নিয়ে আসে।

তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করলে সন্ধায় মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাগানে পৌঁছলে আটক হরিনকে তার কাছে হস্তান্তর করেন।

হরিণ হস্তান্তরকালে বাগানের সহকারী ম্যানেজার রায়হানুল আলমসহ বাগানের ষ্টাফ ও চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিট কর্মকর্তা মোনায়েম হোসেন জানান আটক মায়া হরিনের চিকিৎসা করে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করে দেয়া হবমৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে ২৫ এপ্রিল সোমবার চা-শ্রমিকদের হাতে এক পুরুষ মায়া হরিণ আটক হয়েছে।

সাগরনাল চা-বাগান ব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান সোমবার সকালে চা-শ্রমিকরা বাগানের ১৩ নং সেকশনে কাজ করাকালে মায়া হরিনটি লোকালয়ে চলে এলে শ্রমিকদের নজরে পড়ে। পরে শ্রমিকরা হরিনকে ঘেরাও দিয়ে আটক করে ম্যানেজার বাংলোয় নিয়ে আসে।

তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করলে সন্ধায় মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাগানে পৌঁছলে আটক হরিনকে তার কাছে হস্তান্তর করেন।

হরিণ হস্তান্তরকালে বাগানের সহকারী ম্যানেজার রায়হানুল আলমসহ বাগানের ষ্টাফ ও চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিট কর্মকর্তা মোনায়েম হোসেন জানান আটক মায়া হরিনের চিকিৎসা করে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করে দেয়া হবে।