বিশ্বনাথে ভাইস চেয়ারমেনের উপর হামলা ও মামলা দায়েরের নিন্দা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদনূর উদ্দিনের উপর হামলা ও মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিদাতারা হলেন-উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আমির আলী, বর্তমান কমিটির (একাংশ) শাহ আমিরউদ্দিন, যুগ্ম-আহবায়ক শাজজাহান, নাজিম উদ্দিন, আমির উদ্দিন, আক্তার হোসেন, আলী হোসেন, আব্দুস শহীদ, মুহিব উদ্দিন, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, যুগ্ম-আহবায়ক শিপু শিকদার, তারেক আহমদ, এনামুল হক, শেখ রাজন, আব্দুল মুমিন, সোহাগুর রহমান সোহাগ, হিরা মিয়া, রাজু, সুনু মিয়া, খালেদুজ্জামান, হেলাল আহমদ, ওয়াসিম উদ্দিন, শিপন তালুকদার, মজনু মিয়া, দুলাল আহমদ, আব্দুল কাইয়ূম, শিমূল, সুমন মিয়া, সালিক আহমদ, আজিজুল, তছলিম উদ্দিন, ছাত্রদল নেতা হৃদয়, রুকেল, ফরিদ, মাছুম, আলামিন, রাহেল, এনাম, শাহেল শাহ, আছমত, রিপন, কামাল, ছোরাব, নামজুল, বদরুল, শাহ নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, আনছার, নাজিম, সানি, মামুন, রনি, শামছলি ইসলাম বাচ্ছু, হাসান, মোহাম্মদ মিরাস, খালেদ, আশরাফুল, রাজন আহমদ, আব্দুল কাদির, মাসুম আহমদ, শামিম আহমদ, অভি, হাসান, আবুল হোসেন, জিয়াউল হক প্রমূখ।