গোলাপগঞ্জে আ’লীগ প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী সহ ২২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নোমান মাহফুজ:আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহনের জন্য গোলাপগঞ্জ পৌর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।নব যোগদানকৃত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাঈদুর রহমান জানিয়েছেন,গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেরুন বেগম, সাধারণ কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং ২নং ওয়ার্ডে সাবেক পৌর কমিশনার আব্দুল মতিনসহ অনেক নতুন ও পুরাতন মিলিয়ে ২০ জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গোলাপগঞ্জ পৌরসভায় সীমানা জটিলতা সংক্রান্ত রিটের কারণে নির্বাচন হবে কি- না এ নিয়ে দ্বিধাদ্বন্ধে ছিলেন মেয়র,কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা।সোমবারে গোলাপগঞ্জ পৌরসভার এ রিটের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে উক্ত রিটের মামলা খারিজ হয়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গোলাপগঞ্জ পৌর এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে। অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা তাৎক্ষণিক মিষ্টি বিতরণ করেন। মঙ্গলবার পৌর সদরে আনন্দ মিছিলও করেছেন পৌর এলাকাবাসী। এদিকে তফসীল ঘোষণার পর থেকে সম্ভাব্য পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পুরোদমে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।এর আগে অনেক প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন এ নির্বাচন নিয়ে। নিরবে নির্বাচনি মাঠে প্রচার পচারণাও চালিয়ে গেলেও ভেতরে ভেতরে ছিল শঙ্কা। কিন্তু তাদের মনে শঙ্কা ছিল নির্বাচন হবে কি না। এ নিয়ে ভোটাররাও ছিলেন দ্বিধাদ্বন্ধে। অনেকে দৌড়ঝাপ করেন নির্বাচনের পক্ষে বিপক্ষে। শেষ পর্যন্ত রিটটি খারিজ হয়ে গেলে শুরু হয় পুরোদমে নির্বাচনী তোলজোড়।সমস্ত পৌর জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে।