বিপিএল-এ ওয়াইসকে দলে তুললো সিলেট সুপারস্টার্স
খেলাধুলা ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচের আগমুহুর্তে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়াইস শাহকে দলে অন্তর্ভুক্ত করলো সিলেট সুপারস্টার্স। এজন্যে রবিবার বাংলাদেশে উডিয়ে আনা হয়েছে ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানকে। আজ সোমবার তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টার্স। প্রথম ম্যাচকে সামনে রেখেই ওয়াইস শাহকে উড়িয়ে এনেছে দলটি।জানিয়ে রাখা ভালো, এ নিয়ে দ্বিতীয়বার বিপিএলে অংশ নিচ্ছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। এর আগে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামেন তিনি।এদিকে, দলের অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও বাংলাদেশে পৌঁছে গেছেন। অনেকে আবার পৌঁছানোর পথে। সিলেট সুপারস্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলংকান স্পিনার অজন্তা মেন্ডিস। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ পেসার ফিদেল এডওয়ার্ডের মঙ্গলবার সকালে পৌঁছানোর কথা রয়েছে। প্রসঙ্গত, দুপুর দুইটাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট-চিটাগং মুখোমুখি হবে।