কিরণমালা আইসক্রীম : যুবতীরাও আগ্রহ করে কিনে
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: ‘কিরণমালা আইসক্রীম, রাখবেননি কিরণমালা আইসক্রিম’ সুনামগঞ্জের দিরাই পৌর সদরে গতকাল রোববার স্থানীয় সেন মার্কেটে নূরুল হক (৬৫) নামের এক আইসক্রীম বিক্রেতা এভাবেই ডেকে ডেকে আইসক্রীম বিক্রি করছিলেন। আইসক্রীম বিক্রেতার সাথে আলাপকালে জানাযায়, তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার দাপখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। চার ছেলে দুই পুত্রবধু ও চার নাতি নাতনী নিয়ে একত্রে বসবাস করেন। তিনি বলেন, দুই ছেলে ছোট ও বড় দুই ছেলে বিয়ে করে সংসারী হয়েছে তারা যখন যা পায় সে কাজ করে সংসারের খরচ যোগাতে সাহায্য করে। মূলত আইসক্রীম বিক্রি করেই চলে আমার সংসার। কিরণমালা আইসক্রীম সর্স্পকে জানতে চাইলে তিনি বলেন, আমি দুধমালাই, নাইকলী, চকবারসহ কয়েক জাতের আইসক্রীম বিক্রি করি। তবে আইসক্রীমের নাম কিরণমালা করা হয়ছে নামরে জনপ্রিয়তার কারনে। বাজারে কিরণমাল ড্রেস, জামা-কাপড় এমনকি লুঙ্গিও নাকি কিরণমালা নামকরনে দোকনগুলোতে বিক্রি হচ্ছে। সে জন্য আইসক্রীমের নামকরণ কার হয়েছে কিরণমালা। কিরণমালা আইসক্রীম বলে ডাক দিলে পোলাপানসহ কিশোর-কিশোরী এমনকি যুবক-যুবতীরাও আগ্রহ করে কিনে। এত কিছু টাকা বেশি বিক্রি হয় শুধু কিরণমালা নামকরনের কারনে।