বিশ্বনাথের ছাত্রলীগ নেতা প্রবাসীসহ ১০ আসামিকে কারাগারে
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মারামারির মামলায় ১১ আসামির মধ্যে উপজেলা ছাত্রলীগের আহবায়ক-প্রবাসীসহ ১০ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলার অপর এক আসামী পলাতক রয়েছেন। গতকাল সোমবার সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম (দ্রুত বিচার) আদালতের বিচারক উম্মে শরাবান তহুরা এ আদেশ দেন।
জেল হাজতে প্রেরণকৃত আসামিরা হলেন-বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, উপজেলার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া, একই গ্রামের নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সোনফর আলী, রুপালী, আয়না মিয়া, আবদুল খালিক, সাবুল মিয়া, লিটন আহমদ। প্রবাসী দুদু মিয়া পলাতক রয়েছেন।
আসামিদের জেল হাজতে প্রেরণের সত্যতা স্বীকার করে আসামি পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের বলেন, আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুলাই রাত সাড়ে উপজেলার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর এর বাড়িতে গ্রামের মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে শাহজিরগাঁও গ্রামের রফিক আলী ও প্রবাসী মানিক মিয়া লোকজনের মারামারির ঘটনা ঘটে।
এঘটনায় ২৭ জুলাই বিশ্বনাথ থানায় মানিক মিয়ার পক্ষে শাহজিরগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র ফয়জুল ইসলাম জয় বাদি হয়ে ১৩জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, এঘটনায় ২৮জুলাই সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ রফিক মিয়া বাদি হয়ে মানিক মিয়াসহ প্রতিপক্ষের ১৩জনের নাম উল্লেখ্য করে একটি সি.আর মামলা দায়ের করেছেন (২০৪/২০১৫)। পরে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।