রেডিও এ্যানাউন্সারস কাব (র্যাংক) সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেটের ঘোষক ঘোষিকাদের সংগঠন রেডিও এ্যানাউন্সারস কাব (র্যাংক) সিলেটর বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা ১১ জুলাই শনিবার নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
র্যাংক সিলেটর সভাপতি সাবিহা সুলতানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইমূম আনজুম ইভান’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) ড. মির শাহ আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস.এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী অসিত ভূষন দেব, উপ আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মো. তারিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক ও র্যাংক উপদেষ্টা শামসুল আলম সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম, সিলেট কেন্দ্রের উপ প্রধান বার্তা নিয়স্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, প্রদীপ চন্দ্র দাস, বেতারের অনুষ্ঠান তত্বাবধায়ক গকম আলমগীর, এম এ হুসেন, কায়সুল হক, সিনিওর এন্যাউন্সার শাহনাজ বেগম, মো. শফিকুল ইসলাম, র্যাংকের সাবেক সভাপতি শিমুল আক্তার, সহ সভাপতি দিনারা পারভিন সাংগঠনিক সম্পাদক ধ্রুব গৌতম, কার্যনির্বাহী সদস্য সৈয়দা হাসনা আক্তার, হৃদি ফারহাত, র্যাংক সদস্য মামুন হোসাইন, লিজা বেগম, দিলরুবা শাহনাজ পুতুল, অদিতি মহারত্ন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেতারকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বেতারের ঘোষক ঘোষিকাদের ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রতিটি উন্নয়নে অবদান রাখা গণ মানুষের এ গণ মাধ্যমকে আরো বেশি গণ সম্পৃক্ত করতে তাদেরকেই সবচেয়ে বঢ় ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি