সাবেক ইউপি চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া নৈকাঠী গ্রাম থেকে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও গুম ডাকাতী হত্যাসহ বেশকয়েকটি মামলার আসামি শাহ আলম খানজিনের বাদশা আলম ওরফে টাকার আলমের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জুলাই সকাল ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া স্কুল এলাকার ব্রিজ সংলগ্ন খালের পারে একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস সাংবাদিকদের জানান পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ আলম খান ওরফে টাকার আলম । আলমের বাড়ি থেকে ৩/৪’শ গজ দূরে লেবুবুনিয়া যাওয়ার রাস্তার সাইড লিঙ্ক রাস্তা কাঠীপাড়া স্কুল রোডের ব্রিজ সংলগ্ন মাঠ থেকে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।ওসি আরও জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে এবং তার মাথায়ও একটি জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মুনীর। ১৯৯৬ সালে জাপার প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে শাহ আলম খান ওরফে টাকার আলম শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে রাজাপুরসহ দেশের বিভিন্ন থানায় ৮টি হত্যা, ১টি ডাকাতিসহ ৩৫টি মামলা রয়েছে। বেশ কিছুদিন পূর্বেই শা আলম গ্রুপের নামে যমুনা টিভির ৩৬০ডিগ্রির প্রচারিত সাইলেন্ট কিলার অনুষ্ঠান প্রচার হয়েছিল ।তারপর থেকেই শাহ আলম গাঁ ডাকা অবস্থায় দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছে । গত ০২-০৭-২০১৫ইং তারিখে শাহ আলমের ঢাকায় মিঠু হত্যা মামলার সাক্ষীর তারিখ ছিল । জানতে পারা যায় শাহ আলম ঐদিন আদালতে হাজির হতে গ্রামের বাড়ী থেকে ঢাকার বনশ্রীর বাড়ীতে গিয়াছিলেন । ০২-০৭-২০১৫ইং তারিখে তার বনশ্রীর বাড়ী থেকে আদালতের উদ্যেশ্যে রওয়ানা হলে সাদা পোষাকদারী কে বা কাহার মাইক্রোবাসে তুলে নিয়া যায় ।আজ ০৪-০৭-২০১৫ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় স্থানীয় লোকজন শা আলমের লাশ তার গ্রামের বাড়ীর ৩০০ মিটার দক্ষিনে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।
জানা গেছে, ১৯৯৬ সালে জাপার প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে শাহ আলম খান ওরফে টাকার আলম শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে রাজাপুরসহ দেশের বিভিন্ন থানায় ৮টি হত্যা, ১টি ডাকাতিসহ ৩৫টি মামলা রয়েছে।