জকিগঞ্জে বাসচাপায় নির্মান শ্রনিক নিহত
সুরমা টাইমস ডেস্কঃ বেপরোয়া গতির এক বাসের চাপায় সুধাংশু বিশ্বাস (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গাড়ীর চালক জাহাঙ্গীর আলমসহ আহত হয়েছেন অন্তত ২৫জন। সোমবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুধাংশু জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের নওয়াগ্রামের (খালপাড়) অনন্ত বিশ্বাসের পুত্র।
জকিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম জানান, রিজার্ভে ভাড়া যাওয়ার কথা বলে বিরতিহীন গাড়ির ভূয়া পতাকা ব্যবহার করে সকাল ৯টায় সিলেট যাওয়ার পথে গাড়ীর ব্রেক ফেল করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
গাড়ীর যাত্রীরা জানান, বেপরোয়া গতিতে সোমবার সকাল সাড়ে ৯টায় জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাসটি আটগ্রামের পশ্চিমে ছত্রনগর গ্রামের তেতইরতল নামক স্থানে এসে দুর্ঘটনা কবলিত হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সুধাংশু বিশ্বাস রাস্তার পাশে রাখা পাথর ও বালু আনতে গিয়েছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই সুধাংশু মারা যান।
সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুর রশীদ আনিছ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটির সম্মুখ অংশসহ বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক আহতদের চিকিৎসার জন্য জকিগঞ্জ ও কানাইঘাট হাসপাতালে প্রেরণ করেন।
কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর বলেন, আহতদের বেশীরভাগ লোক জকিগঞ্জের বিভিন্ন অঞ্চলের। তাৎক্ষণিক তাদের হাসপাতালে প্রেরণ করায় নাম ঠিকানা পাওয়া যায়নি। তিনি বলেন, কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত সুধাংশু বিশ্বাসের লাশ উদ্ধার করেছে।