ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এমসি কলেজ শিক্ষার্থী আহত
সুরমা টাইমস ডেস্কঃ নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সালাহ উদ্দিন নামে এমসি কলেজের মাস্টার্সের এক শিক্ষার্থী। সোমবার সকালের দিকে নগরীর হাওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
ছিনতাই’র শিকার সালাহ উদ্দিন জানিয়েছেন, তিনি এমসি কলেজের মাস্টার্স ইংরেজী বিভাগের শিক্ষার্থী। জাফলং যাওয়ার উদ্দেশ্যে ভোরে তিনি মেডিকেল রোড এলাকা থেকে রিক্সাযোগে শিবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে হাওয়াপাড়া এলাকায় মোটরসাইকেলারোহী দু’জন যুবক তার গতিরোধ করে।
এসময় ছিনতাইকারিরা সালাহ উদ্দিনের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে সাথে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় এবং আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ব্যাগে মূল্যবান কিছু বই ও কাপড় ছিল। তবে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ নিতে পারেনি ছিনতাইকারিরা।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।