শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে
শাহপরাণ থানা শ্রমিক লীগের যোগদান অনুষ্ঠানে প্রকৌশলী এজাজুল হক এজাজ
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিক লীগের কার্যক্রমকে আরো গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিক হতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অংশীদার শ্রমিক সমাজের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবী। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে দলীয় নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করা সম্ভব।
তিনি গতকাল শনিবার বাদ মাগরিব জাতীয় শ্রমিক লীগ শাহ পরাণ থানা শাখার উদ্যোগে বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় শ্রমিক লীগে যোগদান উপলক্ষে নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো: মকবুল হোসেন খানের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জালাল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, সদস্য সচিব ফয়সল মাহমুদ, প্রবীন শ্রমিক লীগ নেতা ইউসুফ আলম, সিলেট জেলা শাখার সদস্য শাহ আলম ছুরুক, সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক লীগ সভাপতি তোফায়েল আহমদ শেপুল, অটো টেম্পু শ্রমিক লীগ নেতা আফতাব মিয়া, নির্মাণ শ্রমিক লীগ নেতা মফিজ মিয়া, শ্রমিক লীগ নেতা হাশেম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগ নেতা নিয়াজ খান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমাম উদ্দিন।
অনুষ্ঠানে ২০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জালাল মিয়ার নেতৃত্বে সিলেট জেলা অটো টেম্পু ইমা, লেগুনা, ইউম্যান হুলার রেজিঃ নং-চট্ট-১৩২৬ তামাবিল শাখার আফতাব উদ্দিন, শাহীন, বাবু, আনোয়ার, জাহিদুল, হেলাল, রাবেল সহ গৃহ নির্মাণ, শ্রমিক সংগঠনের দু’শতাধিক নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে শ্রমিক লীগে যোগদান করেন।
বিজ্ঞপ্তি