ছাতকের হাসনাবাদ মাদ্রাসার খতমে বোখারী

তাকওয়া অর্জন করে ইহকালও পরকালের মুক্তি সম্ভব
—-আল্লামা রশিদুর রহমান ফারুক

চান মিয়, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাহেবজাদায়ে বরুনী আল্লামা রশিদুর রহমান ফারুক বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমে ইহকাল ও পরকালের মুক্তি পাওয়া সম্ভব। এ ব্জন্য সকলকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর নির্দেশিত পথ অনুসরণ করে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। তবেই দুনিয়া ও আখেরাতের কাময়াবি অর্জন করা যাবে। ছাতকের হাসনাবাদ জামেয়ার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ১মে শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত খতমে বোখারী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা নূরুল হুদা, শায়খুল হাদিস আল্লামা হাছন আলী, মুফতি মাওলানা সদরুল আমীন, মাওলানা আবদুল হক, মাওলানা আবদুল কাদির, মাওলানা নুমান আহমদ। মাহফিল শেষে মোনাজাত পচিালনা করেন ছাহেবজাদায়ে বরুনী আল্লামা রশিদুর রহমান ফারুক। মাহফিলে আলেম-ওলামাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।