বড়লেখা ডিগ্রি কলেজ শিবির সভাপতি গ্রেফতার
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ শনিবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের ডিগ্রি কলেজ শাখার সভাপতি ও শিবিরের সাথী আব্দুল আহাদ রুফুল (২৫) কে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে ডিগ্রি প্রথমবর্ষের ইংরেজির ফাইনাল পরীক্ষা শেষে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে পুলিশ শিবিরের এ নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার কাঁঠালতলী উত্তর গ্রামের অলিউর রহমানের পুত্র। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, শিবির নেতা আব্দুল আহাদ রুফুল শনিবার বিকেলের শিফটে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজী আবশ্যিক বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহন শেষে নারীশিক্ষা একাডেমি কলেজ কেন্দ্র হতে বের হওয়ার সময় বড়লেখা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন ও সেকেন্ড অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন জানান, তার বিরুদ্ধে রূপসী বাংলা বাস পুড়ানোসহ বিভিন্ন নাশকতার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।