ছাতকে স্কুল ছাত্র অপহরনের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্টিত
ফকির হাসান, ছাতক থেকেঃ ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান নাসিম অপহরনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জাউয়াবাজারে এসে শেষ হয়। বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার। বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলু, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আবদুস শহিদ, পরিচালনা কমিটির সদস্য রেজা মিয়া তালুকদার, আবদুল হক প্রমুখ।
১৬এপ্রিল বিদ্যালয় থেকে দশম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান নাসিমকে অপহরন করা হয়। সে পাইগাঁও গ্রামের আবদুল কদ্দুসের পুত্র। ঘটনার পরদিন হাত-মুখ বাঁধা অবস্থায় রাতে তার বাড়ির পাশে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে যায় অপহরনকারীরা। বর্তমানে সে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় অপহৃতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে কৈতক গ্রামের লোকনাথ বনিকের পুত্র সাগর বনিক ও কায়স্থকোনা গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র বদরুলকে আসামী করে ১৯এপ্রিল ছাতক থানায় একটি অপহরন মামলা (নং-২৭) দায়ের করেন। বর্তমানে সাগর জেল হাজতে রয়েছে।