ছাতকে শিবির সন্দেহে ছাত্রলীগকর্মী আটক : অত:পর মুক্তি
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে ছাত্র শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগকর্মী আবু তাহেরকে আটক করে পুলিশী হয়রানীর অভিযোগ উঠেছে। আটকের প্রায় ৬ঘন্টা পর নাটকীয়ভাবে ওই দিন রাত সাড়ে ১০টায় থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশের উপর ছাত্রলীগ কর্মীদের ােভ ও অসন্তোষ দেখা দেয়।
এদিকে পুলিশী হয়রানীর ঘটনায় নিন্দা ও ােভ প্রকাশ করেছেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আল মামুন, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আবদুল গফ্ফার, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের তজম্মুল আলী রিপন ও ছাইদুল ইসলাম। তাদের দেয়া পৃথক বিবৃতীতে নিরপরাধ এ ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দরা ভবিষ্যতে আটকের নামে এ ধরণের পুলিশী হয়রানী বন্ধ করার আহবান জানান। প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের এইচএসসির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের মৃত ছয়ফুলাহর পুত্র, ছাত্রলীগকর্মী আবু তাহেরকে শিবিরকর্মী সন্দেহে রোববার বিকেলে স্থানীয় পীরপুর বাজার থেকে আটক করে পুলিশ।