হুফফাজুল কুরআনের জাতীয় প্রতিযোগিতার জেলাভিত্তিক বাছাইপর্বে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ প্রথম
‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৫এর জেলাভিত্তিক বাছাইপর্বে সিলেট জেলায় ৩০ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।
২১ ফেব্রুয়ারি সিলেট আম্বরখানাস্থ আব্বাস আলী মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে জামেয়া ইসলামিয়া সিলেটের ছাত্র হাফিয আবদুল গফফার সেবা। এ ছাড়া ১০ পারা গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে হাফিয মোস্তফা আহমদ নাদের ও হাফিয আদনানুর রহমান।
হাফিয আবদুল গফফার সেবা ইতোপূর্বে ব্রিলিয়ান্স এডুকেশন ট্রাস্ট আয়োজিত সিলেট জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। সে কোম্পানীগঞ্জ উপজেলার মহিষখেড় গ্রামের মাওলানা তাহির আলীর ছেলে। তার বয়স ১২ বছর। হাফিয মোস্তফা আহমদ নাদের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মাওলানা আবদুল মুকিতের ছেলে। তার বয়স ১০ বছর। হাফিয আদনানুর রহমান বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের মাওলানা মুতিউর রহমানের ছেলে। তার বয়স ১১ বছর।
প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্ব ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণরা ঢাকায় ফাইন্যাল রাউন্ডে অংশ্রগ্রহণের সুযোগ লাভ করবে। এপ্রিল মাসে ফাইন্যাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর জাতীয় প্রতিযোগিতায় বিগত বছরও ‘জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট’ সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। এবারের প্রতিযোগিতায়ও তারা প্রথম স্থান অধিকারের আশাবাদ ব্যক্ত করেছেন।