পনিটুলা আখড়ায় অষ্টপ্রহর লীলা সংকীর্তন ১৯ এপ্রিল
পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজের আবির্ভাব উৎসব উপলক্ষ্যে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর পল্লবী আ/এ, পনিটুলা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় আগামী ১৯ এপ্রিল এ উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ টায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ। পরিবেশনায় শ্রীবিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৮ টায় শুভ অধিবাস। পরিবেশনায় বিনোদ বিহারী দাস (বাবুল)। ১৯ এপ্রিল শনিবার ব্রাক্ষ্মমুর্হত থেকে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন শুরু। কীর্তন পরিবেশনায় বিনোদ বিহারী দাস (বাবুল), শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার, শ্রীযুক্ত অধির চন্দ্র ভৌমিক ও শ্রীযুক্ত বিদ্যুৎ দাস। এদিন দুপুর ১ টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ২০ এপ্রিল রোববার সকাল ১১ টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্তন সমাপন এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ। লীলা সংকীর্তন উৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে শ্বত:ফুর্তভাবে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি