দ্বীনি শিক্ষার প্রচারই সমাজে শান্তি আনতে পারে : মাওলানা তরিকুল্লাহ
সুরমা টাইমস ডেস্কঃ লন্ডন জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল মাশায়েখ মাওলানা তরিকুল্লাহ বলেছেন, দ্বীনের শিক্ষার প্রচার ও প্রসার ব্যাপক হারে না থাকার কারণে সমাজে আজ হত্যা, সন্ত্রাস, রাহাজানী, মাদকাশক্তি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে জামেয়া নুরুল হেরার মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। সমাজে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে এসব দ্বীনি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে হবে।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় জামেয়া নুরুল হেরা বেত বাজার মাদ্রাসায় আরিফ আহমদ পলাশ বৃত্তি ফান্ডের উদ্যোগে পুরষ্কার বিতরণী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামেয়া নুরুল হেরা মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরিফ আহমদ পলাশ বৃত্তি ফান্ডের পরিচালক আরিফ আহমদ পলাশ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আহমদ আলী মিছির, দৈনিক সবুজ সিলেটের ভারপ্রাপ্ত বার্র্তা সম্পাদক ছামির মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ি মো. কামরুল আহসান, শামীমাবাদ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, ফারুকিয়্যাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা বিলাল আহমদ, ঘাসিটুলা জামে মসজিদের সাবেক মুতায়াল্লি মখলিছুর রহমান। বক্তব্য রাখেন, মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আনোয়ারুল হক, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হাফিজ মামুনুর রশিদ, সহকারি হাফিজ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আবু হানিফ সিরাজী, মাস্টার ওমর ফারুক প্রমুখ।
সভায় উপস্থিত সকল সদস্যগণ মাওলানা তরিকুল্লাহকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসার মজলিসে শুরার সভাপতি হিসেবে মনোনীত করেন এবং তাঁর মোনাজাতের মাধ্যমেই উক্ত সভা সমাপ্তি হয়। এছাড়া মাদ্রাসার উন্নয়নে নব নির্বাচিত সভাপতি ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।