শোকবিহ্বল তারেক মালয়েশিয়া যাচ্ছেন না
সুরমা টাইমস ডেস্কঃ ভাই হারানোর শোকে বিহ্বল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন না। তারেক রহমানের একজন সহকারী এবং লন্ডন বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন। লন্ডনে স্থানীয় সময় দেড়টায় যখন মোবাইলে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন তারা তারেক রহমানের বাসায় অবস্থান করছিলেন। খবর প্রথম আলোর।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। আগামীকাল রোববার মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে মালয়েশিয়া যাচ্ছেন, এমন কথা চাউর হয়েছিল। ঢাকায়ও বিএনপির একাধিক নেতা জানিয়েছিলেন, তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান জানান, কোকোর মৃত্যুর সংবাদে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীরা তারেক রহমানের বাসায় গিয়ে দেখা করতে ভিড় জমাচ্ছেন। তারেক রহমান সবার সঙ্গে দেখা করছেন। তবে তিনি ছোট ভাইকে হারানোর শোকে কাতর।
আগামীকাল লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে আজ কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।