জকিগঞ্জে আওয়ামীলীগ নেতা ফারুকের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক পৌর এলাকার আনন্দপুর গ্রামের ফারুক আহমদের মাতা শায়রুন নেসা (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত সাড়ে তিনাটায় সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিলাহি.. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শনিবার দুপুর দুইটায় আনন্দপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ শেষে পারিবারিক গোরুস্থানে দাফন সম্পন্ন করা হয়। শায়রুন নেসার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালিক মালই মিয়া, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, কবির আহমদ, এমএজি বাবর, সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, নাসিম আহমদ, মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, রফিকুল ইসলাম, পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, আল ইসলাহ সভাপতি হুসাম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল হক খসরু, সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, রিপন আহমদ, রহমত আলী হেলালী, অপূর্ব পাল, এনামুল হক মুন্না, আল হাছিব তাপাদার, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সহ সভাপতি হাজী ময়নুল হক, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, বাবুল আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মনি, উপজেলা প্রজন্মলীগ আহবায়ক ফয়েজ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক কৌশিক রায়, উপজেলা আল ইসলাহর দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জুনাইদ আহমদ জুনেদ, গুলজার আহমদ, তানজিম শাহারিয়ার শাওন, আব্দুর রহমান জীবন, মোস্তফা আহমদ, ছাব্বির আহমদ প্রমুখ