খালেদা জিয়ার কার্যালয়ে ইলিয়াসপত্নী লুনা
সুরমা টাইমস ডেস্কঃ অবরুদ্ধ চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপি ‘র সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদি লুনা। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিকেল পৌনে ৬টায় তিনি তার দুই সন্তানসহ ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াকে দেখতে যান। এসময় তাদের হাতে খালেদা জিয়ার জন্য আনা ফল দেখা গেছে।
এর আগে বেলা ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন জজ কোর্টের অ্যাডভোকেট আকলিমা আক্তার ও লিপি আক্তার। তারা খালেদা জিয়ার জন্য শীতের পিঠা নিয়ে আসেন।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি থেকে শনিবার অষ্টম দিনের মতো নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রশাসন বলেছে, তার বাসায় ফিরতে কোনো বাধা নেই। কিন্তু বাসার বাইরে তিনি কোথাও যেতে চাইলেই বাধা দেয়া হচ্ছে। এ কারণে খালেদা জিয়া গৃহবন্দি না হয়ে এখনো কার্যালয়েই অবস্থান করার সিদ্ধান্তে অনড় আছেন।