কুলাউড়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, অটোরিকশা ভাঙচুর
মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ সময় তারা সিএনজি চালিত তিনটি অটোরিকশাও ভাঙচুর করেছে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিন শনিবার সকাল ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি। তাদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর ইট-পাটকেল ছুড়ে তিনটি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।