জকিগঞ্জের ডা. মইজ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের ডা. মইজ উদ্দিন (৮৬) সোমবার রাত ২টায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি……..রাজিউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রয়েছে । তাঁর ১ ছেলে ও ১ মেয়ে চিকিৎসক অন্যরা দেশে ও বিদেশে চাকরীরত আছেন। গতকাল সাড়ে ৪টায় গণিপুর মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসকাব সভাপতি কলামিষ্ট আব্দুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সাংবাদিক বদরুল হক খসরু, আল মামুন, শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, অপূর্ব পাল, রিপন আহমদ, রহমত আলী হেলালী, আল হাছিব তাপাদার, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, সদস্য মোস্তফা আহমদ প্রমূখ।