গোলাপগঞ্জ রনকেলী নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালন
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী নয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শিশুদের খেলাধোলা ও আলোচনা সভা এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান পালন করা হয়। আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে আব্দুল লতিপ লুতু, রায়হান আহমদ, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি শহীদুর রহমান সুহেদ , সহ-সভাপতি এনামুল হক এনাম, সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক রতন মনী চন্দ, নির্বাহী সদস্য এম জেড সোরভ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রায়হান বিন জলিল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উসমানুর রহমান, সুমন আহমদ প্রমুখ।