বিচারপতি শামস উদ্দিন চৌধুরীর ১৬১টি রায় বাতিল
ডেস্ক রিপোর্ট:সাবেক বিচারপতি শামস উদ্দিন চৌধুরী অবসরে যাওয়া কালিন ১৬১টি রায় বাতিল কারা হয়েছে। যার ফলে এ রায়গুলোর পুন:শুনানি করা হবে। এবং সবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হকেরও করা ৬টি রায় বাতিল করা হয়েছে।
আদালত থেকে বলা হয়েছে, বিচারপতি শামস উদ্দিন চৌধুরী মানিক অবসরে যাওয়ার পর হাতে লেখা ১৬১টি রায়ের কপি আদালতে জমা দেন। যাতে অনেক কিছুই গোপন করা হয়েছে। আর এগুলোতে তার সাথে থাকা বেঞ্চের অন্য বিচারপতিরা সাক্ষর করেননি।
আর আদালতের এ সিদ্ধান্তকে প্রতিহিংসমূলক বলেছেন শামস উদ্দিন চৌধুরী।