আম্বরখানা থেকে তিন ছিনতাইকারী আটক
ডেস্ক রিপোর্টঃ নগরীর আম্বরখানা থেকে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আম্বরখানা এলাকা থেকে তাকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাডর গ্রামের মৃত কামিনি দাসের ছেলে জুয়েল দাস (২৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. কায়েস মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সুবল চন্দ্র বর্মনের ছেলে রিপন চন্দ্র বর্মন (২৩)।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সিলেটভিউ২৪ডটকমকে জানান- আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।