যুক্তরাষ্ট্রের হিউস্টনে বন্যায় ৫ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীতে সোমবার ১৭ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকা থেকে এক হাজার ২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ৭০টি ঘোড়াকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নদী উপচে সড়ক-মহাসড়ক এবং হাজারখানেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এ নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। নগরীর একটি বিশাল বিপণীবিতানকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে পড়েছেন। এছাড়া, বিমানের শত শত ফ্লাইট বাতিল এবং নগরীর গণপরিবহন ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হিউস্টন বিমানবন্দরেও থইথই পানি জমেছে। বিমানবন্দর এলাকায় ব্যাপক ঝড়োবৃষ্টির ফলে সেখানে বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ হয়ে যায়। সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকালের দিকে তীব্র হয়। আবারও বৃষ্টিপাত শুরু এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।