জ্বালানি ও পরিবহন সংশ্লিষ্ট ৬ সংগঠনের যৌথ সভা : সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
হামলাকারীদের গ্রেফতার এবং দক্ষিণ সুরমার ওসিকে অপসারণের দাবিতে সোমবার থেকে সিলেট বিভাগে জ্বালানি তেল সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট
মিথ্যা ও হাস্যকর মামলা প্রত্যাহারের দাবিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট শুরু আজ থেকে
গত সোমবার সিলেট মহানগরির ২৫নং ওয়ার্ডস্থ বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনে জনৈক সেলিম আহমদ ফলিকের নেতৃত্বে শ্রমিক নামধারী একদল চিহ্নিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসী কর্তৃক কয়েক দফা হামলা, ভাংচুর ও নগদ প্রায় ৪ লাখ টাকা লুটপাটের ঘটনায় গত ১২ এপ্রিল দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-১০/১৬) আসামীদের অবিলম্বে গ্রেফতার এবং দক্ষিণ সুরমা থানার অসৎ ও দূর্নীতিবাজ অফিসার ইনচার্জ আতাউর রহমানকে দ্রুত অপসারণ ও শাস্তিমুলক বদলী এবং জনৈক শামসুল ইসলাম মানিক কর্তৃক বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মিথ্যা ও হাস্যকর মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জ্বালানি ও পরিবহন সংশ্লিষ্ট ৬টি সংগঠন। আগামী রোববার রাত ১২টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে সোমবার সকাল ৬টা থেকে গোটা সিলেট বিভাগে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন ও বিক্রি বন্ধ করে অবিরাম ধর্মঘট পালন শুরু হবে। গতকাল (১৫ এপ্রিল) শুক্রবার বিকেলে নগরির উপশহরস্থ সিএনজি এসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে, সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-২১৭৪), সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি (রেজিঃ নং-বি-১৮৬৭) এবং সিলেট ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপরোক্ত সভায় উপস্থিত হয়ে উপরোক্ত দাবি ও কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং জুবায়ের আহমদ চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মিথ্যা ও হাস্যকর মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই মামলার প্রতিবাদে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-২১৭৪) আজ শনিবার সকাল ৬ টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের ট্যাংকলরি পরিবহন ধর্মঘট আহবান করেছে। উপরোক্ত মামলা প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত ট্যাংকলরি পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জ্বালানি ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, আমিরুজ্জামান চৌধুরী, আলহাজ্ব রোকন উদ্দিন, আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, হুমায়ুন আহমদ, নুরুল ওয়াছে আলতাফী, আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, হাজী ইউসুফ আলী, অধ্যাপক মোঃ ফয়জুল ইসলাম, আখতার ফারুক লিটন, সুব্রত ধর বাপ্পী, জুবের আহমদ চৌধুরী, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, সৈয়দ আসিফ আহমদ, আহসান হাবিব, খান মোঃ ফরিদ উদ্দিন ফরিদ আহমদ, আনসার আহমদ, ফখরুল ইসলাম, ট্যাংকলরি শ্রমিক নেতা চেরাগ আলী, আমির হোসেন, সোহেল আহমদ, মানিক মিয়া, ইকবাল হোসেন রিপন, সানোয়ার আলী, ইউনুছ মিয়া, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, খোকন মিয়া, কবির আহমদ, মফিজুর রহমান, আব্দুল্লাহ খালেদ, তাজুল ইসলাম, সাব্বির আহমদ, আব্দুস সামাদ, ফারুক আহমদ, মোঃ জাকারিয়া, রাসেল আহমদ, সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদ এবং সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকার।-বিজ্ঞপ্তি