প্রয়াত ফনী ভূষণ চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন
ডেস্ক রিপোর্টঃ ছাতক তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক পুলিশ সমন্বয়ক (আইজিপি), সাবেক সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত ফনী ভূষণ চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কালীবাড়িতে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
ফনী ভূষণ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহকর্মী, সহপাঠী, শুভানুধ্যায়িসহ উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধানুষ্ঠানে যোগ দেন। শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন- এডিশনাল আইজিপি (টেলিকম) অমুল্য ভুষন বড়–য়া, আইসিটির অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, অবসরপ্রাপ্ত সচিব আলী মোস্তফা, সিলেট মেট্রো পুলিশের কমিশনার কামাল আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, ছাতক পৌর সভার মেয়র আবুল কারাম চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ঢাকা হেড কোয়াটারের পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, ঢাকা মেট্রো পুলিশের ডিসি সঞ্জিত কুমার রায়, ডা. অশক দাস গুপ্ত, ডাঃ সুধাংশু দে, সিলেট জগতবন্ধু মহাপ্রকাশ মঠের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী।
উল্লেখ্য, ২৬ মার্চ ৫টা ১৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা ফণী ভুষন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮ মার্চ দু’দফা রাষ্ট্রিয় মর্যাদা শেষে ছাতক কেন্দ্রীয় শ্মাশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।