নগরীর কাজলশাহে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হচ্ছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর কাজলশাহে প্রেমিকের বাসা থেকে প্রেমিকাকে উদ্ধার করতে যাওয়া পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান- অভিযানকালে এলাকার লোকজন মাইকে ঘোষণা দিয়ে পোশাকধারী পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে জানিয়ে রহমত উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সিলেট নগরীর কাজলশাহ এলাকার এক মুসলিম তরুণের সাথে ওসমানী মেডিকেল কলেজের এক হিন্দু ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা পালিয়ে বিয়ে করে। এ ঘটনার পর মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ প্রেমিকের বাসা থেকে প্রেমিকাকে উদ্ধার করতে যায়। এসময় এলাকার মাইকে ডাকাত হানা দিয়েছে বলে ঘোষণা দিলে স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এর ফাঁকে প্রেমিকজুটি ওই বাসা থেকে পালিয়ে যায়।