এক রানের হারের ম্যাচে মাশরাফিদের জরিমানা
ক্রীড়া ডেস্ক :: গত বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে এক রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে ‘স্লো ওভার রেট’ এর কারণে জরিমানা করা হয়েছে মাশরাফিদের।
শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার কম বল করেছে। ফলে, নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ ও অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।
মাশরাফি বিন মুর্তজা দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
বেঙ্গালুরুতে ম্যাচ শেষে গতকাল কলকাতায় ফিরেছে বাংলাদেশ দল। আগামীকাল ইডেন গার্ডেনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।