সুনামগঞ্জের ২৬ ইউপিতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় লক্ষণশ্রী ইউনিয়নে ইয়াকুব বখ্ত বহলুল, মোহনপুর ইউনিয়নে মো. মঈনুল হক, মোল্লাপাড়া ইউনিয়নে মো. আব্দুস সোবহান, কুরবাননগর ইউনিয়নে কুহিনুর আলম, কাঠইর ইউনিয়নে অ্যাড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে মো. মুকশেদ আলী, রঙ্গারচর ইউনিয়নে মো. আবুল কালাম, গৌরারং ইউনিয়নে মো. হোসেন আলী ও সুরমা ইউনিয়নে মো. আব্দুস সাত্তার ডিলার দলীয় মনোনয়ন পেয়েছন।
দোয়ারাবাজার উপজেলায় লক্ষীপুর ইউনিয়নে জহিরুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়নে মো. আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউনিয়নে বরুণ চন্দ্র দাস, দোয়ারাবাজার সদর ইউনিয়নে মো. আব্দুল হামিদ, বোগলা বাজার ইউনিয়নে মিলন খান, সুরমা ইউনিয়নে খন্দকার মামুনুর রশিদ, দোহালিয়া ইউনিয়নে আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউনিয়নে মো. আবুল হোসেন এবং নরসিংহপুর ইউনিয়নে খন্দকার আব্দুর রশিদ দলীয় মনোনয়ন পেয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে ইউনিয়নে রাইজুল ইসলাম, পশ্চিমপাগলা ইউনিয়নে জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়নে আবুল ফয়েজ, দরগাপাশা ইউনিয়নে মো. মনির উদ্দিন, শিমুলবাক ইউনিয়নে মিজানুর রহমান জিতু, জয়কলস ইউনিয়নে মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে জসিম উদ্দিন এবং পূর্ব পাগলা ইউনিয়নে রফিক খান দলীয় মনোনয়ন পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সন্ধ্যা সাড়ে ৭ টায় ২৬ ইউনিয়নের এই তালিকার সত্যতা নিশ্চিত করেছেন।