ভারতে ‘শূন্য’ রুপির নোট
ডেস্ক রিপোর্ট :: ভারতে ঘুষ লেনদেন বন্ধে শূন্য রুপি মূল্যের নোট বাজারে এনেছে ফিফথ পিলার নামের এক এনজিও।
সরকারি কর্মী কিংবা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য রুপির নোট। ঘুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই এই অভিনব ভাবনা সংস্থাটির।
সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় আনন্দ বলেন, এই শূন্য রুপি নোট যদি দেশের মানুষ ঠিক মতো ব্যবহার করতে পারেন, তা হলে ঘুষের বিরুদ্ধে এক বিরাট আন্দোলন গড়ে তোলা যাবে।
ফিফথ পিলার মনে করে, ঘুষ বিরোধী আন্দোলন সারা ভারতে একটা সংঘবদ্ধ আন্দোলন হিসেবে গড়ে উঠুক। কেউ ঘুষ চাইলেই তাকে শূন্য রুপির নোট ধরিয়ে দেওয়া হোক।
বিজয় আনন্দের মতে, যে সব সরকারি কর্মী ঘুষ নেন, তাঁরা ভয়ে থাকেন। ঘুষ নেওয়ার খবর জানাজানি হলে যে চাকরি যেতে পারে, জেলও হতে পারে, সে কথা তাঁরা জানেন। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করেন না বলে ঘুষের লেনদেন চলতে থাকে। ঘুষ চাইলেই শূন্য টাকার নোট ধরিয়ে দেওয়ার প্রবণতা যদি দেশজুড়ে বাড়তে থাকে, তা হলে ঘুষ চাইতেই ভয় পাবেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী এবং নেতামন্ত্রীরা।