সিসিক’র কাউন্সিলর দিবা রাণী বরখাস্ত
ডেস্ক রিপোর্ট :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর (সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫) দিবা রাণী দে বাবলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক সরকারী প্রজ্ঞাপনে এই বরখাস্ত আদেশ প্রদান করা হয়েছে।
বুধবার সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ সংক্রান্ত চিঠি তার হাতে পৌঁছেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দীবা রানী দে’র বিরুদ্ধে দায়েরকৃত সিলেট কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত তিনটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, হামলা, অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ, শারীরিক নির্যাতন, চুরি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দিবা রাণী দে বাবলীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ওই তিনটি মামলা দায়ের হয়েছিল।