জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবীতে প্রতিবাদ সভা
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার খালেদুর রহমানের অপসারণের দাবীতে গতকাল রোববার জৈন্তাপুর সচেতন মহলের উদ্যোগে এক প্রতিবাদ সভা জৈন্তাপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমের সভাপতিত্বে ও ফয়জুল্লাহর পরিচালনায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ফারুক আহমদ, যুবলীগ নেতা আলী আকবর, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, মাসুক উদ্দিন, বশির আহমদ, কাইয়ূম, রাসেল, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সম্রাট, সেক্রেটারী ইমাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদ, সেক্রেটারী আনোয়ার হোসেন, হোসেন আহমদ, ফয়জুল্লাহ, তোফায়েল আহমদ, কুতুব উদ্দিন, শামীম আহমদ, মাসুক উদ্দিন, মুজিবুর রহমান, শামীম আহমদ দরবস্থ, আব্দুর রাজ্জাক রাজা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সাব্বির আহমদ, কিবরিয়া, জাকির, সুমন আহমদ, আতিকুর রহমান, এনাম, সোহান, সোহাগ, সাজ্জাদ। প্রতিবাদ সভায় ৪৮ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ খালেদুর রহমানকে সরানো না হলে জৈন্তাপুর এলাকাবাসীর উদ্যোগে হরতাল সহ নানা কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোপ্ত জনতা রাস্তা অবরোধ করে এক পর্যায়ে জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শফিউল কবির এর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।