ভানুগাছী হুজুর গুরুতর অসুস্থ
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর, সিলেট ও সরইবাড়ী ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসা এবং ভানুগাছ জামিয়া তাজবীদুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব মাওলানা কারী আলী আকবর সিদ্দিক শায়খে ভানুগাছী ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় নর্থইস্ট মেডিকেল সিলেটে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দু’আ করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে উলামায়ে কেরাম, তাঁর ছাত্রবৃন্ধ, মুহিব্বীন, মুতাআল্লিকীন এর কাছে বিশেষ দু’আর অনুরোধ করা হয়েছে।