সিলেটে আ.লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনিটরিং সেল গঠন
ডেস্ক রিপোর্ট :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচন মনিটরিং সেল গঠন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাকে আহবায়ক, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানকে সদস্য করে নির্বাচন মনিটরিং সেলের দায়িত্ব দেওয়া হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা শুক্রবার সন্ধ্যায় আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সকল প্রার্থীদের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীগণের নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করে নির্বাচনকালীন সময়ে স্ব স্ব ইউনিয়নে সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচন মনিটরিং সেল গঠন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
সদর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. মখলিছুর রহমান, মাছুম আহমদ চৌধুরী, আনোয়ার ইবনে রহমান, আব্দুল আজিজ, আব্দুল হক, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, আবুল কালাম আজাদ, মকসুদ আহমদ মকসুদ, শান্তি রাণী মেম্বার, মাষ্টার আব্দুস শুকুর, আব্দুল মালিক মামুন, মহিবুর রহমান, আশিক মিয়া, সিদ্দিকুর রহমান, আঙ্গুর রহমান, মুজাহিদ আলী, পারভেজ মঈন উদ্দিন, আব্দুল হামিদ চুনু মিয়া ও মো. আব্দুল মালিক প্রমুখ।