কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের যারা পেলেন প্রধানমন্ত্রীর ‘পত্র’
ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাত এসব প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রত্যয়নপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এম নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন, মমিন চৌধুরী, মো. আলী দুলাল, মোস্তাক আহমদ পলাশ, জগলু চৌধুরী, তপন মিত্র প্রমুখ
প্রত্যয়নপত্র পাওয়া ১৩টি ইউনিয়নের প্রার্থীরা হলেন- কোম্পানীগঞ্জ পশ্চিম ইলাশপুর ইউনিয়নে মো. জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নে মো. আলী আমজদ, তেলিখাল ইউনিয়নে আপ্তাব আলী কালা মিয়া, ইছাকলস ইউনিয়নে একলাছুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে মো. জালাল মিয়া, দক্ষিণ রণিখাই ইউনিয়নে আব্দুল হাসিম, গোয়াইনঘাট উপজেলার রুস্মতপুর ইউনিয়নে মো. মাসুক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নে আব্দুস সালাম, পূর্ব জাফলং ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, আলীরগাঁও ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া হেলাল, ফতেপুর ইউনিয়নে মো. আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়নে কামরুল হাসান (আমিরুল) ও তোয়াকুল ইউনিয়নে মো. লোকমান।
দলের মনোনয়ন পাওয়া এসব প্রার্থীর অনেকে প্রত্যয়নপত্র হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, দল ও নেত্রী যে বিশ্বাস নিয়ে মনোনিত করেছেন, তার প্রতিদান দেবেন নৌকার বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে।