লিটল বার্ড একাডেমি-র বসন্ত উৎসব অনুষ্ঠিত
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ উপলক্ষে লিটল বার্ড একাডেমির উদ্যোগে এবং জাগো কালচারাল সোসাইটির সহযোগিতায় ২১ শে ফেব্রুয়ারী ২০১৬,রবিবার ”বসন্ত উৎসব” ্অনুষ্টিত হয় । এতে বিভিন্ন ধরনের ক্রীড়া, সংগীত,্আবৃত্তি, শিশুদের চিত্রাংকন এবং পিঠা প্রর্দশন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দিনব্যাপি এই ্অনুষ্ঠানের প্রথম পর্যায়ের ্অতিথি ছিলেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ্জনাব আবু জাহিদ । তিনি পিঠা স্টল পরির্দশন শেষে একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনিতে ্অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্ত্যবে তিনি বলেন ” বাঙালির হাজার বছরের ঐতিহ্য পিঠা,দক্ষিন সুরমা তথা এই এলাকায় পিঠা উৎসব এবং প্রতিযোগিতার মতো এতো সুন্দর আয়োজন এর আগে হয়নি, এরকম অনুষ্ঠান প্রতি বৎসর আয়োজনে তার সহযোগিতা অব্যাহত থাকবে ”।
অনুষ্ঠানের দ্বীতিয় পর্যায়ে বিকেল ৩টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন কেন্দ্রীয় বি. এন. পির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এ. হক। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বি. এন. পির সাধারণ সম্পাদ আলি আহমদ । অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হক খছরু । একাডেমির শিক্ষক ফারহানা আক্তার কলি এবং জাগো কালচারাল সোসাইটির সদস্য সচিব এমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রধাণ শিক্ষক মৌসুমি আক্তার পলি । অন্নান্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিন সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সচিব এম. এ. মুনিম, কোষাধ্যক্ষ মো: আব্দুল মতিন, আবুল কাশেম শাহিন, ফখরুল ইসলাম, জিল্লুর রহমান, লায়েক আহমদ, জাগো কালচারাল সোসাইটির আহ্বায়ক এম. এ. ওয়াহাব মাছুম, চিত্রণ এর পরিচালক চিত্র শিল্পি সত্যজিত রাজন,হাজী আব্দুল খালিক,আব্দুস সালাম, সাবেক মেম্বার সফিক মিয়্, মো: টুনু মিয়া । আলোচনা শেষে তিনি পিঠা স্টল পরিদর্ষন করেন এবং পিঠা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসমিন আক্তারের হাতে পুরস্কার তুলে দেন । এর আগে দিনের শুরুতে চিত্র শিল্পি সত্যজিত রাজনে-র পরিচালনায় বিভিন্ন স্কুলের অনুর্ধ্ব ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।