নবীগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ এ কেমন শক্রতার নমুনা ! শত্রুতা মেটাতে গিয়ে নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে রাতের আধারে এক সংখ্যালঘু পরিবারের খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বসত ঘরটি।
জানাযায়, গত মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাশের ছেলে বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিতাংশু শেখর দাশের বাড়ির খড়ের ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে মূহুর্তের মধ্যে খড়সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ডেলে আগুন নিয়ন্ত্রনে আনেন। অন্যতায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যেত। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।