সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া এর ১১তম মৃত্যুবার্ষিকী পালন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা শাহ্ এ এম এস কিবরিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫টায় সিলেট জেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ, সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
জাতীয় শ্রমিকলীগ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক এর এজিএম মোঃ আব্দুল লতিফ, সহ সভাপতি আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, প্রসূন প্রতিম দেব ও আজিজুর রহমান, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক এম শাহরিয়ার কবির সেলিম, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সিনিয়র সদস্য আতিকুর রহমান, অপূর্ব কান্তি দাস, সদর উপজেলার সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আব্বাস আলী, জেলা শ্রমিকলীগের সহ সম্পাদক সাজা মিয়া, নুর এ আলম, সমরেন্দ্র সিংহ, শাহ্ আলম, সোনালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, অগ্রণী ব্যাংক সিবিএ এর সভাপতি বখতিয়ার আহমেদ, জনতা ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলা রিক্সা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হকার্সলীগ নেতা শফিক মিয়া, রাজ উদ্দিন রাজন, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ রেজাউল করিম, সিলেট জেলা যুব শ্রমিকলীগের প্রণয় ঘোষ প্রমুখ।