সালমান শাহ’র গানে নাচলেন পরীমণি (ভিডিও সহ)
বিনোদন ডেস্কঃ এখন পর্যন্ত কোনো টিভি অনুষ্ঠানে নাচেননি পরীমণি। প্রথমবারের মতো নাচলেন প্রয়াত নায়ক সালমান শাহর জন্য। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৫’ অনুষ্ঠানে সালমান শাহকে স্মরণ করে তাঁর অভিনীত ছবির পাঁচটি গানের সঙ্গে নাচলেন পরী। এসময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল।
পরীমণি বলেন, ‘সালমান শাহ আমার অনেক পছন্দের অভিনেতা। তাঁর স্মরণে তাঁরই অভিনীত ছবির গানের সঙ্গে এই প্রথম টিভি অনুষ্ঠানে নাচব। এ অনুষ্ঠানে অংশ নিতে তিন দিন ধরে রিহার্সালও করেছি।’